খালেদা জিয়ার বাকি ৩৪ মামলার কী হবে?
জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। অসুস্থতার কারণে বর্তমানে মামলা দুটির সাজা সরকারের নির্বাহী আদেশে স্থগিত রয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে রয়েছে আরও ৩৪টি মামলা। হত্যা, নাশকতা, অগ্নিসংযোগ, রাষ্ট্রদ্রোহসহ দুর্নীতি ও মানহানিকর বক্তব্যের অভিযোগে বিভিন্ন সময় এসব মামলা দায়ের হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সবগুলো মামলার বিচারকাজ স্থগিত কিংবা বন্ধ রয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, করোনা শেষে নিয়মিত আদালতে বিচারকাজ স্থগিত থাকা মামলাগুলো শুনানির উদ্যোগ নেওয়া হবে।
মামলাগুলোর মধ্যে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা নাইকো, গ্যাটকো ও বড় পুকুরিয়া দুর্নীতি মামলা তিনটি অভিযোগ গঠনের পর্যায়ে ছিল। কিন্তু করোনার কারণে শুনানি বন্ধ হয়ে যায়। এখনো শুনানি বন্ধ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান ঢাকা পোস্টকে বলেন, ‘নাইকো, গ্যাটকো ও বড় পুকুরিয়া দুর্নীতি মামলা অভিযোগ গঠনের পর্যায়ে আছে। করোনার কারণে শুনানি স্থগিত আছে। নিয়মিত আদালত চালু হলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেব। আমাদের প্রস্তুতি রয়েছে।’