You have reached your daily news limit

Please log in to continue


বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ

দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২৮২টি বধ্যভূমি সংরক্ষণের পাশাপাশি সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য তিন বছর আগে একটি প্রশংসনীয় উদ্যোগ নেয় সরকার। চলতি মাসেই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা।


কিন্তু এখন পর্যন্ত মাত্র দুটি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ২৮০টির মধ্যে ১৭টির কাজ চলছে। উল্লিখিত প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। শুরু থেকে যথাযথ তদারকি থাকলে প্রকল্প বাস্তবায়নের এমন হতাশাজনক চিত্র যে দেখতে হতো না, তা বলাই বাহুল্য। গতকাল যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জমি অধিগ্রহণ জটিলতাই এ প্রকল্প বাস্তবায়নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। বস্তুত যেসব কারণে দেশে প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি হয়, জমি নিয়ে জটিলতা তার একটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন