![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F01%2F922020546.jpg%3Fitok%3DubNkr_oz)
কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় ৫৫ গ্রামবাসীর মৃত্যু
মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর দুটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, বিগত বছরগুলোতে কঙ্গোতে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ। দেশটির পূর্বাঞ্চলে ইতুরি প্রদেশের দুই গ্রাম বোগা ও তিচাবিতে এ হামলার ঘটনা ঘটে।