![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_264915_1.jpg)
‘লুবনান’ ভ্যাট ফাঁকির ৪.৬০ কোটি টাকা জমা দিল
বণিক বার্তা
প্রকাশিত: ০১ জুন ২০২১, ১৭:০২
ভ্যাট গোয়েন্দার দায়ের করা মামলায় বৃহৎ পোশাক বিপননকারী ‘লুবনান’ ৪.৬০ কোটি টাকার অপরিশোধিত ভ্যাট জমা দিয়েছে। আজ লুবনান এর পক্ষ থেকে সরকারী কোষাগারে এই টাকা জমা দিয়ে ট্রেজারি চালানের কপি সংযুক্ত করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরকে অবহিত করেছে।