১৪ মাসে কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজের দাম বেড়েছে ২০ শতাংশ

ডেইলি স্টার মাল্টিপ্লান প্রকাশিত: ০১ জুন ২০২১, ১৪:৩৮

করোনা মহামারির কারণে বাসায় থেকে দাপ্তরিক কাজ এবং অনলাইন ক্লাস চলায় গত ১৪ মাসে কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজের দাম ২০ শতাংশ বেড়েছে। একইসঙ্গে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়া বিদেশি অনেক ছোট-বড় কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় যন্ত্রাংশ আমদানি কমে গেছে।


আমদানিকারক এবং ব্যবসায়ীরা বলছেন, প্রযুক্তি সংশ্লিষ্ট পণ্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে করোনা পরিস্থিতির সম্পর্ক রয়েছে। করোনা পরিস্থিতি এ রকমই থাকলে দাম কমে যাওয়া অথবা পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।


স্মার্ট টেকনোলজির (বিডি) জেনালের ম্যানেজার মুজাহিদ আল বেরুনী সুজন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিশ্বব্যাপী চিপস-এর সংকট চলছে। করোনা প্রথম ঢেউয়ের সময়ও এ রকম হয়েছিল। আমরা যে পরিমাণ পণ্য আমদানির করতে চেয়েছিলাম তা বাতিল হয়েছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে