কভিড-১৯: বাংলাদেশের আসন্ন বাজেট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ
২রা জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সংসদের বাজেট অধিবেশন । এই বাজেট প্রস্তাব উপস্থাপনের আগেই বাংলাদেশের অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন যে সেখানকার মাথাপিছু আয় এবং জিডিপি গত বছরের তূলনায় এ বছর বৃদ্ধি পেয়েছে।সেটি যেমন আশার কথা তেমনি করোনাকালের এই দ্বিতীয় বাজেট উপস্থাপনে সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে সেটা্ একটা প্রশ্ন।
২রা জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সংসদের বাজেট অধিবেশন । এই বাজেট প্রস্তাব উপস্থাপনের আগেই বাংলাদেশের অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন যে সেখানকার মাথাপিছু আয় এবং জিডিপি গত বছরের তূলনায় এ বছর বৃদ্ধি পেয়েছে।সেটি যেমন আশার কথা তেমনি করোনাকালের এই দ্বিতীয় বাজেট উপস্থাপনে সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে সেটা্ একটা প্রশ্ন। এই অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রতিই আলোকপাত করেছেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ , বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটউটের জ্যেষ্ঠ গবেষক ড. নাজনীন আহমেদ। তিনি বলছেন প্রবৃদ্ধিমুখী বাজেট নয় , এখন প্রয়োজন জীবনমুখী বাজেট।