করোনার ওষুধ নিয়ে আবারও প্রশ্ন তুললেন রামদেব
বিতর্কের মধ্যেই ভারতের ইয়োগা গুরু রামদেব দাবি করলেন, ৯৮ ভাগ অসুখই সারাতে পারে আয়ুর্বেদ। এছাড়াও তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠানের উদ্ভাবিত করোনার ওষুধ করোনিলের ট্রায়াল হয়েছিল, তারপরেও তা নিষিদ্ধ হয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এ দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন।
তার মতে, ভারতীয় চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) ব্রিটিশদের এনজিও যা মানুষের চিকিৎসার নামে আসলে লুঠতরাজ চালায়।