কেরলে দেরি বর্ষার, দায়ী কি জোড়া ঝড়
ঠিক এক যুগ আগে অতিপ্রবল ঘূর্ণিঝড় আয়লা বর্ষার আগমন অনেকটা ত্বরান্বিত করেছিল। কিন্তু এ বার সূচনাতেই বর্ষার পথে কাঁটা বিছিয়ে দিল প্রকৃতি! গত ১৪ মে দিল্লির মৌসম ভবন জানিয়েছিল, আজ, সোমবার, ৩১ মে কেরলে বর্ষা ঢুকতে পারে। কিন্তু রবিবারের বুলেটিনে মৌসম ভবনই জানিয়েছে, মৌসুমি বায়ুর কেরলে পৌঁছতে দেরি হবে। ৩ জুন কেরলে ঢুকতে পারে সে। এর সম্ভাব্য কারণ হিসেবে পরপর দু’টি ঘূর্ণিঝড়— টাউটে আর ইয়াসকেই দায়ী করছেন অনেকে। তবে এই ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেননি আবহবিজ্ঞানীরা।
নির্ঘণ্ট অনুযায়ী, কেরলে বর্ষার পৌঁছনোর কথা ১ জুন। কিন্তু কোনও কোনও বছর সে দু’-এক দিন আগেও চলে আসে। আবার কোনও কোনও বছর তার দেরি হয়। গাঙ্গেয় বঙ্গে বর্ষা ঢোকার কথা ১০ জুন। কেরলে পৌঁছতে দেরি হলে কি তবে বাংলাতেও বর্ষা সমাগম পিছিয়ে যাবে? আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন, কেরলে বর্ষা ঢোকার পরেই এর উত্তর দেওয়া সম্ভব। পরিস্থিতি যদি আচমকা অনুকূল হয়ে যায়, তা হলে বর্ষা দ্রুত পূর্ব ভারতে পৌঁছে যেতে পারে। প্রতিকূল হলে তার আসতে দেরি হবে। মূল ভূখণ্ডে বর্ষা আসার আগে নিশ্চিত ভাবে কিছুই বলা সম্ভব নয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বর্ষা
- বজ্রঝড়
- ঘূর্ণিঝড় ইয়াস