![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/05/30/chelsea-300521-03.jpg1/ALTERNATES/w640/chelsea-300521-03.jpg)
পরিসংখ্যানে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২১, ২০:২৬
ম্যানচেস্টার সিটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ভেঙে আবারও ইউরোপ সেরার মুকুট পরেছে চেলসি। অভিষেক আসরে জাল অক্ষত রাখার রেকর্ড গড়েছেন দলটির গোলরক্ষক এদুয়াঁ মঁদি। পোর্তোর এস্তাদিও দো দ্রাগাওয়ে শনিবারের ফাইনালে কাই হাভার্টজের গোলে ১-০ ব্যবধানে জেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ইউরোপ সেরা হওয়ার পথে দলটির কোচ-খেলোয়াড়রাও গড়েছেন বেশ কিছু কীর্তি।