সিরাজগঞ্জের তাড়াশে মদপানে শরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবক গোন্তা গ্রামের হাকিম ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত ১১টার দিকে গোন্তাবাজারে একই গ্রামের তার বন্ধু আলতাফ আলীর ছেলে আব্দুল হান্নান, সরবেশ আলীর ছেলে নজরুল ইসলাম ও আলীমুদ্দির ছেলে দুদু মিয়ার সঙ্গে মদপান করেন। একপর্যায় মদপানের পরপরই শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাজার থেকে বাড়ি নেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।