রাজশাহীতে ১২ হাজার কৃষকের ব্যাংক হিসাব অচল
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃষক কাইয়ুম আলী। দু’বছর আগে ঋণ নিতে জনতা ব্যাংকে ১০ টাকায় ব্যাংক হিসাব খুলেছিলেন। লোনের টাকা উত্তোলনের পর হিসাবটিতে কোনো লেনদেন করেননি, সঞ্চয়ও রাখেননি সেই হিসাবটিতে। প্রয়োজনীয় লেনদেন সেরে নেন মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে। শুধু কাইয়ুম আলী নন, জেলার ১২ হাজারের বেশি কৃষকের ব্যাংক হিসাবই রয়েছে অচল। জানা যায়, কেবল গোদাগাড়ী উপজেলাতেই ৬ হাজার ২ জন কৃষকের ব্যাংক একাউন্ট অচল রয়েছে।