আবারও আসছে গতানুগতিক বরাদ্দের স্বাস্থ্য বাজেট
টিকা কেনা, করোনাভাইরাস ঠেকাতে হাসপাতাল ও চিকিৎসকদের জন্য সরঞ্জাম কেনা, কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি ইত্যাদি কারণে এ বছরের এবং বাজেটের আলোচিত খাত ‘স্বাস্থ্য খাত’। এই খাতের জন্য আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে প্রায় ৩৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। তবে স্বাস্থ্য খাতকে পাল্টে দেওয়ার মতো কোনো দিকনির্দেশনা থাকছে না আগামী অর্থবছরেও। অথচ সব পক্ষেরই দাবি, স্বাস্থ্য খাতের ওপর পূর্ণ মনোযোগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।
যদিও চলতি ২০২০-২১ অর্থবছরের মূল বাজেট থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি বরাদ্দ বাড়ানো হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছিল ২৯ হাজার ২৪৭ কোটি টাকা। সে হিসেবে আগামী বাজেট ও মোট দেশজ উৎপাদন (জিডিপি)—উভয় দিক থেকেই স্বাস্থ্য খাতের হিস্যা বাড়ছে।