কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভালো সাংবাদিকতা দিয়েই আস্থা অর্জন করতে হবে

প্রথম আলো মনজুরুল আহসান বুলবুল প্রকাশিত: ২৯ মে ২০২১, ০৯:৪৪

রোজিনা ইসলামের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং বিষয়টি আদালতে আছে। তাই মামলাকে প্রভাবিত করে এমন কোনো কিছু কোনো পক্ষেরই করা ঠিক হবে না। যাঁরা রোজিনার পক্ষে মাঠে ছিলেন, তাঁরা রোজিনার মুক্তিই চেয়েছেন শুধু। তাঁরা সর্বোচ্চ যেটুকু বলেছেন, সেটি হচ্ছে, যে মামলা হয়েছে তা মিথ্যা। কিন্তু রোজিনার বিরুদ্ধে যাঁরা মামলা করলেন, সেই স্বাস্থ্য মন্ত্রণালয় একাধারে বিজ্ঞাপন দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করল। যেটা তাদের আদালতে করার কথা। তাদের ফেসবুক পেজে কিছু ভিডিও প্রচার করা হচ্ছে। সেগুলো ডিজিটাল নিরাপত্তা আইনে আমলযোগ্য অপরাধ বলে আমি মনে করি। কারণ, এগুলো খণ্ডিত ভিডিও। এগুলোর দাপ্তরিক সূত্র আমরা জানি না। এটা তো আসলে সাইবার ক্রাইম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও