You have reached your daily news limit

Please log in to continue


করোনা পরিস্থিতিতে শিশুর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে শিশুর প্রতি সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শিশুর প্রতি শারীরিক ও মানসিক শাস্তি নিরসন কোয়ালিশন এবং শিশুর সুরক্ষা নিশ্চিত করার আহবান জানিয়েছে তারা।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কোয়ালিশন বলে, বিভিন্ন পত্র-পত্রিকা, প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদ হতে জানা যায়, করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ রয়েছে কিন্তু আবাসিক মাদ্রাসাসমূহে ক্লাস এবং প্রাইভেট কোচিং সেন্টারগুলোতে কোচিং ক্লাস চলছে। এই সকল স্থানে শিক্ষার্থীদের উপর বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতনের সংবাদ পাওয়া যাচ্ছে। এছাড়া পরিবারে অবস্থানরত শিশুরাও পরিবারের নিজ বাবা-মা ও অন্যান্য সদস্য, কর্মক্ষেত্রে গৃহকত্রী/গৃহকর্তা ও চাকরিদাতা, গৃহ শিক্ষক ও প্রতিবেশীদের দ্বারা শিশুরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এমনকি ধর্ষণ ও হত্যার ঘটনাও পর্যন্ত ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন