লক্ষদ্বীপ ‘বাঁচানোর’ ডাক, প্রশ্নে প্রশাসক

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ২৭ মে ২০২১, ০৬:৪৮

গোমাংস নিষিদ্ধ হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বন্ধ হবে আমিষ। এত কালের নিষেধাজ্ঞা তুলে গোটা দ্বীপপুঞ্জে মদ বিক্রি শুরু হবে পর্যটনের যুক্তিতে। দু’টির বেশি সন্তান থাকলে পঞ্চায়েত ভোটে লড়ার পথ বন্ধ হবে। অপরাধের হার নগণ্য, তবু গুন্ডাদমন আইন চালু হবে।


এমনই একগুচ্ছ খসড়া আইন এনে তুমুল চাঞ্চল্য ফেলে দিয়েছেন লক্ষদ্বীপের প্রশাসক প্রফুল্ল খোড়া পটেল। বিরোধীদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই তুঘলকি আইন চালু করে তিনি লক্ষদ্বীপের নিজস্ব সংস্কৃতিকে নষ্ট করার পথে হাঁটছেন। কেন্দ্রশাসিত এই দ্বীপপুঞ্জের অধিকাংশ বাসিন্দাই মুসলিম। প্রস্তাবিত আইনগুলি আদতে মুসলিম-বিরোধী বলেও অভিযোগ তুলছেন কেউ কেউ। পটেলের নীতির বিরুদ্ধে এক সুরে সরব কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর। বিজয়নের অভিযোগ, নয়া প্রশাসকের আমলে কেরলের সঙ্গে লক্ষদ্বীপের সম্পর্ক নষ্টের চেষ্টা হচ্ছে। ওই দ্বীপপুঞ্জ থেকে পণ্যবাহী নৌকাগুলিকে এখন কেরলের বেপুর বন্দরের বদলে (বিজেপি-শাসিত) কর্নাটকের ম্যাঙ্গালুরুতে পাঠানো হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও