প্রিয় কবি
আমীরুলকে জিজ্ঞেস করলাম, আমার কোনো বই সিরাজী ভাইকে উৎসর্গ করা হয়েছে কি? আমীরুল বলল, হ্যাঁ। আমি সম্প্রতি লেখা একটা বই হাবীবুল্লাহ সিরাজীকে উৎসর্গ করেছি। বইটা নিজ হাতে সিরাজী ভাইকে দেব- এমনই আশা ছিল। করোনা আমাদের স্বাভাবিক জীবনকে এলোমেলো করে দিয়েছে। আমিও নানা অসুখে আক্রান্ত হয়ে দীর্ঘদিন গৃহবন্দি। আমি ঘর থেকে বের হলে আমার মা রাবেয়া খাতুন খুব দুশ্চিন্তায় পড়ে যেতেন। তাই বাংলা একাডেমি যাব যাব করেও আমার যাওয়া হয়ে ওঠেনি। নিপাট ভদ্রলোক হাবীবুল্লাহ সিরাজীকে উৎসর্গ করা বইটা নিজ হাতে এখনও দিতে পারিনি।