কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঝড়ে কাজ করতে হবে, তাই দেদারে চলল ব্যাক-আপ সিম কার্ড কেনা

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২৬ মে ২০২১, ০৮:০৩

 যে সংস্থার সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন, সেই সংস্থা ছাড়াও মঙ্গলবার বিকেলে আরও দু'টি সংস্থার সিম কার্ড কিনেছেন টালা পার্কের বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী সুমন চৌধুরী। যাতে ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে একটি সংস্থার ইন্টারনেট ব্যহত হলে অন্যটি কাজে লাগানো যায়।

উম্পুনের ধাক্কায় গত বছর চার দিন বিদ্যুৎ, ইন্টারনেট ছিল না কেষ্টপুর এলাকায়। ফলে, ওই চার দিন অফিস করতে পারেননি তথ্যপ্রযুক্তি তালুকের কর্মী প্রিয়া চৌধুরী। এবার তাই ইয়াস থাবা বসনোর আগেই নিজের বাড়ি ছেড়েই মঙ্গলবার বিকেলে সল্টলেকের এফ ডি ব্লকে মাসির বাড়ি চলে গিয়েছেন প্রিয়া। গত বছর সল্টলেকের ওই ব্লকে উম্পুনের ধাক্কায় কোনও পরিষেবা ব্যহত না হওয়ার কারণেই মাসির বাড়িকেই কাজ চালিয়ে যাওয়ার জন্য নিরাপদ মনে করছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও