ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে রাঙ্গাবালীর ৮ গ্রাম প্লাবিত
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তিন গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে ৮ গ্রামসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত নদ-নদীর পানি ৩-৪ ফুট বেড়ে ওইসব গ্রাম প্লাবিত হয়। মৎস্য বিভাগের তথ্যানুযায়ী, মৎস্য চাষিদের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, জোয়ারের পানির তোড়ে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর, চরবেষ্টিন ও ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে যায়। এছাড়া চরমোন্তাজের চরআন্ডা, চালিতাবুনিয়া ইউনিয়নের মধ্য চালিতাবুনিয়া, বিবির হাওলা, চিনাবুনিয়া ও চরলতা গ্রামের ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে লোকালয়ে। এতে ৮ গ্রামসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।