![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F20210525-104222-20210525145335.jpg)
লঞ্চে অতিরিক্ত যাত্রী, ভাড়াও বেশি
করোনার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ। লঞ্চ চালুর দ্বিতীয় দিনেও ঘাটে রয়েছে যাত্রীর চাপ। ফলে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে নির্ধারিতের চেয় দেড়গুন বেশি ভাড়াই গাদাগাদি করেই চলছে লঞ্চ।