Next CBI Chief: প্রধান বিচারপতির ‘আপত্তি’, সিবিআই প্রধানের দৌড় থেকে বাতিল সরকারের দুই পছন্দের প্রার্থী
আইনি পথে গোয়েন্দা প্রধান নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা। তাতেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) প্রধান হওয়ার দৌড় থেকে বাতিল হয়ে গেলেন মোদী সরকারের ‘পছন্দের’ বলে পরিচিত দুই প্রার্থী রাকেশ আস্থানা এবং যোগেশচন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ওই দুই প্রার্থীকে নিয়ে একাধিক বিতর্ক থেকেছে। তবে কোনও বিতর্ক নয়, স্রেফ আইনি প্রতিবন্ধকতার জন্যই ওই দু’জন এই মুহূর্তে সিবিআই প্রধান হতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রামানা।