![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F5f02e8c9-e51c-4764-8537-0b98bef78e0b%252FCoxs_Bazar_DH0497_20210525_Eyas_1.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
কক্সবাজার উপকূল উত্তাল, ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল উত্তাল আছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে উচ্চতায় কয়েক ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। এতে সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফের শাহপরীর দ্বীপ, মহেশখালীর ধলঘাটা, মাতারবাড়ী, কুতুবদিয়ার আলী আকবর ডেইলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।
উপকূলের অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে ৫৭৬টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ প্রায় এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ও বহুতল ভবন। জরুরি মুহূর্তে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৬ হাজার ৮০০ জন স্বেচ্ছাসেবীকে।