![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F29c0c59b-6c63-4340-8f9f-7c9262c4b7d0%252FDinajpur_1.jpg%3Frect%3D0%252C105%252C1020%252C536%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
এবার লিচুর রাজ্য রাঙেনি তেমন
জ্যৈষ্ঠের শুরুতে দিনাজপুরের লিচুবাগানে লাল রঙের আভা ছড়িয়ে পড়ে। চাষির মুখে ফোটে হাসি। লিচু পাড়া, বাছাই করা, ঝুড়িতে সাজানো, ট্রাকে তোলা—সব মিলিয়ে চারদিকে যেন লাল রঙের এক উৎসব। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। বাজারে এসেছে টসটসে লিচু। তবে তাপমাত্রার তারতম্যের কারণে এবার লিচুর ফলন কমেছে অন্তত ৩০ শতাংশ। অন্যদিকে গত কয়েক দিনে ঘন ঘন শিলাবৃষ্টিতে লিচু ফেটে ঝরে গেছে বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লিচু
- লিচু বাগান
- লিচু ব্যবসায়ী