কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের পাসপোর্ট আগে আন্তর্জাতিক মানের ছিল না?

ডেইলি স্টার প্রকাশিত: ২৪ মে ২০২১, ১৮:৫২

বাংলাদেশের ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত সকল দেশের জন্য এই পাসপোর্ট বৈধ’ লেখা থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি তুলে দেওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় শব্দ দুটি তুলে দেওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। কেউ কেউ আবার মনে করছেন সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশও সেই পথে হাঁটছে। বিষয়টি নিয়ে দ্য ডেইলি স্টার টেলিফোনে কথা বলেছে সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী (বীর বিক্রম), সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেনের সঙ্গে।


শমসের মবিন চৌধুরী এবং ড. দেলোয়ার হোসেন বলেন, ‘“ইসরায়েল ব্যতীত” শব্দ দুটি তুলে দিলেও বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসরায়েল বিষয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও