![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcampus%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fru-20210524123743.jpg)
বিদায়ের পর থেকেই পুলিশি নিরাপত্তায় ড. সোবহান
বিতর্কিত নিয়োগ দিয়ে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। মেয়াদ শেষের ২০ দিন পরেও পুলিশি নিরাপত্তায় রয়েছেন তিনি।
রাজশাহী মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদায়ী উপাচার্যের বাসভবনে তিনজন কনস্টেবল ও তার সঙ্গে একজন সহকারী উপ-পরিদর্শক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।'