টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সায়য়ন্তিকা ব্যানার্জী। গেল বিধান সভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। হেরে গেছেন খুব কম ভোটের ব্যবধানে! ভোটে হারার পর সাধারণত সেই প্রার্থীকে মানুষের মধ্যে পাওয়া না গেলেও ব্যতিক্রম এই নায়িকা!
ভোটের আগে বাকুড়ার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুখে-দুঃখে পাশে থাকবেন। ভোটের লড়াইয়ে হারলেও তার সেই প্রতিশ্রুতি যে শুধু মুখের কথা ছিল না তা প্রমাণ করে দিচ্ছেন এই টলি নায়িকা। করোনার এই দুঃসময়ে তিনি থাকছেন সর্বাগ্রে! বাঁকুড়াবাসীদের জন্য অক্সিজেন, খাবার এবং সেফ হোমের ব্যবস্থা করেছেন সায়ন্তিকা।