বাড়ির ভিতরেও রোদে পুড়ছে ত্বক? মুক্তি পেতে যা করবেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৪ মে ২০২১, ১০:৫২
লকডাউনে বাড়ি থেকেই কাজ করছেন অনেকে। এতে করে বাইরে তেমন একটা বের হতে হচ্ছে না। আর এজন্য ভাবছেন রোদে ত্বকের কোন ক্ষতি হচ্ছে না। কিন্তু বিষয়টি আসলে তা না। রোদের কারণে ঘরের ভিতরে থেকেও ত্বকের ক্ষতি হতে পারে।
রোদে দু’ধরনের অতিবেগুনি রশ্মি থাকে। ‘এ’ এবং ‘বি’। এর মধ্যে বাইরে যখন আমরা ঘুরি, তখন সরাসরি ‘বি’ গোত্রের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকে সরাসরি প্রভাব ফেলে, জ্বলে যায় ত্বক। শুধু তাই নয়, ত্বকের ভিতরে ঢুকে ডিএনএ-র উপরও প্রভাব ফেলে এই ‘বি’ গোত্রের অতিবেগুনি রশ্মি।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- রোদ