রাস্তা আছে ব্রিজ নেই, জনদুর্ভোগের শেষ নেই
জামালপুরের ইসলামপুর উপজেলার বোলাকি পাড়া-গোয়ালেরচর ইউনিয়ন পর্যন্ত দুই কোটি ছয় লাখ টাকা ব্যয়ে একটি পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। কিন্তু সড়কটির মাঝে তিনটি খালের ওপর ব্রিজ নির্মাণ না করায় মানুষ ও যান চলাচল করতে পারছে না। এতে জনদুর্ভোগ কমছে না। সড়ক হলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ।
জানা গেছে, দুর্গা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটি নির্মাণ করে। ২০১৯-২০ অর্থবছরে রাস্তাটি নির্মাণকাজ শেষ হয়। কিন্তু তিনটি ব্রিজ না হওয়ায় সড়কটি কাজে আসছে না। বোলাকিপাড়া গ্রামের আবুল কাশেম জানান, রাস্তা হয়েছে, ব্রিজ হয়নি। জনদুর্ভোগের আর শেষ নেই।