আন্দোলনে যুক্ত হওয়ায় মিয়ানমারে দেড় লাখ শিক্ষক চাকরিচ্যুত

কালের কণ্ঠ মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ২৩ মে ২০২১, ১৬:০৯

জান্তা সরকার বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার কারণে মিয়ানমারে এক লাখ ২৫ হাজারের বেশি স্কুল শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন দেশটির শিক্ষক ফেডারেশনের এক কর্মকর্তা। আজ রবিবার এ তথ্য জানানো হয়।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন পরই মিয়ানমারের স্কুলগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। এর আগেই শিক্ষকদের চাকরিচ্যুত করার এ খবর এলো। গতকাল শনিবার মোট এক লাখ ২৫ হাজার ৯০০ শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন। যিনি এই তথ্য জানিয়েছেন তিনি নিজেও জান্তার অপরাধী তালিকায় আছেন। তাই নাম প্রকাশ করেননি। দুই বছর আগের তথ্য অনুযায়ী, মিয়ানমারে মোট স্কুল শিক্ষকের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও