‘বোকা বোকা অ্যালোপ্যাথি’, বিতর্কিত মন্তব্যের জেরে রামদেবকে আইনি নোটিস আইএমএ-র
করোনায় দেশের লক্ষ লক্ষ মানুষ নাকি মারা যাচ্ছেন শুধুমাত্র অ্যালোপ্যাথি চিকিৎসার জন্য। ‘বোকা বোকা’ এই চিকিৎসা পদ্ধতি নিয়ে ব্যঙ্গও করতে শোনা গেল তাঁকে। এ হেন একাধিক বিতর্কিত একাধিক মন্তব্যের জেরে ফের শিরোনামে যোগগুরু রামদেব। এই সব মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যোগগুরুকে আইনি নোটিস পাঠিয়েছে ভারতীয় চিকিৎসকদের শীর্ষ সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। তাঁকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে আইএমএ। যদিও রামদেবের সংস্থা ‘পতঞ্জলি’ বিবৃতি দিয়ে জানিয়েছে যে ভিডিয়োটির ভিত্তিতে এই অভিযোগ সেটি জাল। আধুনিক চিকিৎসা পদ্ধতি বা অ্যালোপ্যাথির সঙ্গে যোগগুরুর কোনও বৈরিতা নেই।