রাজশাহীতে বাড়ি পাচ্ছে চার হাজার গৃহহীন
মুজিববর্ষ উপলক্ষে সরকারের তরফ থেকে বাড়ি পাচ্ছেন আরও চার হাজার গৃহহীন ব্যক্তি। প্রথম দফায় এ জেলায় ইতোমধ্যে ছয় হাজার গৃহহীনকে বাড়ি দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আরও চার হাজার ঘর হস্তান্তর করা হবে।
শনিবার দুপুরে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা সোনারপাড়া গ্রামে নির্মাণাধীন বাড়ি পরিদর্শনে গিয়ে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর সাংবাদিকদের এ কথা জানান। এখানে ৫টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটি বাড়ি নির্মাণ করেছে বাংলাদেশ এডমিনিস্ট্রেট সার্ভিস এসোসিয়েশন।