টেকনাফ স্থলবন্দরে নষ্ট হচ্ছে আমদানিকৃত পণ্য
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে সংশ্লিষ্ট প্রশাসন। লকডাউনের কারণে শ্রমিকরা বন্দরে অবাধ যাতায়াত করতে না পারায় পচনশীল দ্রব্য মায়ানমার থেকে আমদানিকৃত আধা, রসুন পেঁয়াজের পচন ধরেছে বলে জানা গেছে।
স্থানীয় শ্রমিকদের আধিপত্য না থাকায় বন্দরে কাজ করতে পারছেনা তারা। পক্ষান্তরে লকডাউন ঘোষণার ফলে রোহিঙ্গা শ্রমিকরা ক্যাম্প ছেড়ে বন্দরে পৌঁছতে না পারায় স্থল বন্দরের মালামাল লোড- আনলোড প্রক্রিয়া বন্ধ রয়েছে। ফলে পঁচে গলে নষ্ট হচ্ছে পেঁয়াজ, রসুন, আধা। যাদের নিয়ন্ত্রণে বন্দর পরিচালিত হচ্ছে তারা স্থানীয় শ্রমিকদের বন্দর এলাকায় প্রবেশ করতে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ। বন্দর কর্তৃপক্ষ স্থানীয় প্রভাবশালী ইজারাদারদের হাতে জিম্মি থাকায় বন্দরে মালামাল লোড- আনলোড প্রক্রিয়া স্থগিত রয়েছে।