আলোচিত ঘটনার ফাঁস হওয়া অডিও-ভিডিও কতটা প্রভাব ফেলে?
বাংলাদেশের প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর সচিবালয়ের একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অত্যন্ত দক্ষতার সঙ্গে এডিট করা এই ভিডিওতে সেদিনের ঘটনার কয়েকটি খণ্ড চিত্রের সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রশ্ন তোলা হয়েছে, অনুসন্ধানী সাংবাদিকতা এবং চৌর্যবৃত্তি এক কিনা? এই ঘটনায় তার একজন সহকর্মীর বাবার সঙ্গে টেলিফোন আলাপও সামাজিক মাধ্যমে অজ্ঞাত সূত্র থেকে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সিসি ক্যামেরার এসব ভিডিও বা অডিও এমন সময় সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, যখন রোজিনা ইসলাম কারাগারে রয়েছেন এবং এই সংক্রান্ত একটি মামলা চলছে।