অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ পুনম আগরওয়াল মামলা
আর মাত্র দুই বছর পর ব্রিটিশ আমলে মূলত ব্রিটিশ স্বার্থ রক্ষায় প্রণীত একটি আইন অপ্রয়োজনীয়তার শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে। অপ্রয়োজনীয়তার ৯৮তম বর্ষে আইনটি সম্ভবত মরার আগে ধপ করে জ্বলে উঠল। পরীক্ষায় টীকা হিসেবে প্রশ্নপত্রে আইনটির নাম থাকতেও পারে, সুতরাং ঠিক ৪০ বছর আগে শানে নুজুলসহ (অর্থাৎ কোন পরিস্থিতিতে আইনটির সৃষ্টি হয়েছে) অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট পড়েছি, পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদে দায়িত্বও পালন করেছি।