নিম্ন আদালতে আত্মসমর্পণ করা যাবে : সুপ্রিম কোর্ট
শারীরিক ও সামাজিক দূরত্ব মেনে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল/মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল ও সাইভার ট্রাইব্যুনালসমূহে আত্মসমর্পণ করতে পারবে বরে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
শনিবার (২২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব আদালতে আত্মসমর্পণ আবেদন দাখিল এবং শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করতে হবে যাতে আদালত প্রাঙ্গণে কোনো ধরনের জনসমাগম না ঘটে।