 
                    
                    মায়ের মৃত্যু ভুলতে ৭ দিনের মদ একদিনেই পান করতেন প্রিন্স হ্যারি
প্রিন্সেস ডায়ানার মৃত্যুর দুঃখ ভুলতে তার ছেলে ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি একসময় অতিরিক্ত মদপান করতেন। তিনি জানিয়েছেন, তখন একসপ্তাহের মদ একদিনেই খেতেন তিনি। শুক্রবার (২১ মে) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ১৯৯৭ সালে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                