![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F20%2Froman_dia.jpg%3Fitok%3D0qMMehTK)
বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
এনটিভি
প্রকাশিত: ২০ মে ২০২১, ২২:১৫
বিশ্বকাপ আর্চারি প্রতিযোগিতায় চমকে দিয়েছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে ফাইনালে উঠে গেছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কানাডাকে ৫-৩ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন তাঁরা। আগামী রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশ প্রথম রাউন্ডে ৫-৩ সেটে হারায় ইরানকে। দ্বিতীয় রাউন্ডে এক নম্বর র্যাঙ্কিংয়ে থাকা জার্মানিকে ৫-১ সেটে হারিয়েছে রোমান সানারা।
- ট্যাগ:
- খেলা
- অন্যান্য
- ফাইনাল
- আর্চারি দল