![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252Fa33f1289-507a-4402-b58c-3bebb6d077ae%252FCapture.PNG%3Frect%3D0%252C51%252C535%252C281%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
মহারাষ্ট্রে ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ ৯০ জনের মৃত্যু
প্রথম আলো
প্রকাশিত: ২০ মে ২০২১, ১৩:৪১
ভারতের মহারাষ্ট্র রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। গতকাল বুধবার রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ সংক্রমিত হয়ে এ রাজ্যে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।
বিজ্ঞাপন
ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি মহারাষ্ট্র রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য নতুন চ্যালেঞ্জ ব্ল্যাক ফাঙ্গাস। রাজেশ তোপে বলেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০০ জন।
মিউকরমাইকোসিস একটি বিরল সংক্রমণ। মিউকর নামে একটি ছত্রাকের সংস্পর্শে এলে এই সংক্রমণ হয়। সাধারণত মাটি, গাছপালা, পচনশীল ফল ও শাকসবজিতে এই ছত্রাক দেখা যায়।