You have reached your daily news limit

Please log in to continue


'কর্মফল পেতেই হবে', শোভন ইস্যুতে মন্তব্য দেবশ্রীর

এ বার 'সর্বজয়া' রূপে দেবশ্রী রায়। বাংলা ছবি বা বাংলা ধারাবাহিকে তাঁকে দেখার জন্য আগ্রহ জমছিল দর্শকের মধ্যে। শেষ পর্যন্ত টেলিভিশনের দিকে ঝুঁকলেন দেবশ্রী। সেটা কি বাংলা ছবির পড়তি অবস্থা দেখে? দেবশ্রীর সাফ কথা, 'বাংলা ছবির কোনও বাজার নেই। একটা ছবি করলেও হয়তো শখে করতে পারি। তা-ও মনের মতো চরিত্র পেলে করবো। কিন্তু ধারাবাহিক বাছতে হল, যাতে অভিনয়টা বজায় রাখতে পারি। আগে মানুষের ঘরে-ঘরে পৌঁছে যাওয়া দরকার। আমার দর্শক যেমন আমাকে মিস করছিলেন, তাঁরা জানাচ্ছিলেন আমাকে সে কথা, তেমনই আমিও দর্শককে মিস করছিলাম'। তবে এখনই এপিসোডের শুটিং শুরু করছেন না অভিনেত্রী। করোনার দাপট কমলে তারপর শুটিং শুরু করতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন