বিজেপি থমকে, সোনিয়ার কংগ্রেস তবু দোলাচলে

প্রথম আলো প্রকাশিত: ২০ মে ২০২১, ১১:৪০

জগৎ নিয়ত পরিবর্তনশীল। কিন্তু ভারতের শতাব্দীপ্রাচীন কংগ্রেসকে দেখলে মনে হতেই পারে জীবনানন্দ দাশের ‘জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার’ তাদের জন্য সামান্য পরিমার্জিত হয়ে ‘জীবন গিয়েছে থেমে’ সেজে জ্বলজ্বল করছে!


সেই কোন কালে প্রধানমন্ত্রী নরসিমা রাও বলেছিলেন, কংগ্রেসের ধর্ম ‘ঠান্ডা করকে খাও’। অর্থাৎ, কোনো বিষয়ে চটজলদি সিদ্ধান্ত না নিয়ে উত্তেজনা থিতানো পর্যন্ত অপেক্ষা করো। ব্যবস্থা কিছু নিতে হলে তার পর নাও। তারও আগে থেকে কংগ্রেসের চিরায়ত ধর্ম, সমস্যা পাশ কাটানোর সবচেয়ে ভালো মন্ত্র কমিটি গঠন।


ছোট কিছু হলে ছোট কমিটি, বড় কিছু হলে কমিশন। প্রবল জনরোষে লাগাম টানার উৎকর্ষ উপায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী উত্তরাধিকার সূত্রে পাওয়া এই শিক্ষা যে ভোলেননি, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সাম্প্রতিক বৈঠকই তার প্রমাণ। সোনিয়া বোঝালেন, অতীতের শিক্ষা তিনি বিস্মৃত হননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও