সরকারি আইন কর্মকর্তাদের ফি ৪ থেকে ৫ গুণ বাড়ল
জেলায় নিয়োজিত সরকারি আইন কর্মকর্তাদের (জিপি/পিপি/বিশেষ পিপি/অতিরিক্ত জিপি/অতিরিক্ত পিপি/এজিপি/এপিপি/এলজিপি) মাসিক রিটেইনার ফি চার থেকে পাঁচ গুণ বাড়ল। একইসঙ্গে মামলার শুনানির জন্য দৈনিক ফি এবং ভ্যালুয়েশন ফিও বাড়ানো হয়েছে।