কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তার: সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ মে ২০২১, ২১:৫৬

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবারও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। রোজিনার মুক্তি দাবি করে হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। 


ফরিদপুর


সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালিত হয়।


একই দাবিতে সেখানে মানবন্ধন করেছে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা ও ফরিদপুর নাগরিক মঞ্চ।


এসময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর শাখার সভাপতি শিপ্রা রায়, ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সভাপতি সুজিত কুমার দাস, সামাজিক প্রতিরোধ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা আক্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর শাখার সভাপতি মো. রফিকুজ্জামান, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক কাজী সবুজ, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক নির্মলেন্দু চক্রবর্তী এবং বাসস প্রতিনিধি রেজাউল ইসলাম প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও