রিপোর্টার্স ইউনিটির সমাবেশ থেকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলো ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রকাশিত: ১৯ মে ২০২১, ১৯:৩৬

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তি চেয়েছেন সাংবাদিকেরা। একই সঙ্গে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনার ওপর আক্রমণকারী ও হেনস্তাকারীদের বিচার দাবি করেছেন।


রাজধানীর সেগুনবাগিচায় আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে প্রতিবাদ সমাবেশে সাংবাদিকেরা এই দাবি করেন। এ ছাড়া এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় যে তদন্ত কমিটি গঠন করেছে, সেটা প্রত্যাখ্যান করেছেন সাংবাদিকেরা। তাঁরা বলেন, মুক্ত সাংবাদিকতার পথ রোধ করা যাবে না। নিজেদের অধিকার আদায়ের জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  


রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছে ডিআরইউ। রোজিনার নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন ডিআরইউর সভাপতি মোরসালীন নোমানী। তিনি বলেন, রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে এবং হত্যাচেষ্টা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও