![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/17/satkhira-road-accident-161220.jpg/ALTERNATES/w640/satkhira-road-accident-161220.jpg)
সিরাজগঞ্জে মাইক্রোর ধাক্কায় বাইক আরোহী নিহত
সিরাজগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন তার এক ভাই।
জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে বুধবার সকালে তারা হতাহত হন বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান।