![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgulshan-20210519154906.jpg)
সিসা বারে অভিযান : ওমর সানি-মৌসুমীর ছেলের নাম বাদ রেখে মামলা
রাজধানীর গুলশান-২ এলাকার মন্টানা লাউঞ্জ নামে একটি সিসা বারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে আটক ১১ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে।
তবে মামলায় মন্টানা লাউঞ্জের মালিক তারকা দম্পতি ওমর সানি ও আরিফা জামান মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীনকে আসামি করা হয়নি। ওই সিসা বার থেকে যাদের আটক করা হয়েছিল, শুধু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে