BCCI: লিঙ্গবৈষম্যের অভিযোগ ভারতীয় ক্রিকেটে, কোহলীদের জন্য ব্যক্তিগত বিমান, ঝুলনদের জন্য নয়
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর অভিযোগ ছেলেদের দলকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে। বিরাট কোহলীদের জন্য ব্যক্তিগত বিমানের বন্দোবস্ত করা হলেও মিতালি রাজরা নাকি পাচ্ছেন না সেই সুবিধা। এমন অভিযোগ যদিও উড়িয়ে দিলেন হরমনপ্রীত কৌর। ব্যক্তিগত বিমানেই মুম্বই যাবেন অধিনায়ক মিতালি রাজ।
ভারতের পুরুষ এবং মহিলা, দুই ক্রিকেট দলই ইংল্যান্ড সফরে যাবে। ইংল্যান্ডের বিমান ধরার আগে মুম্বইয়ে নিভৃতবাসে থাকতে হবে ক্রিকেটারদের। অভিযোগ ওঠে বাড়ি থেকে মুম্বই যাওয়ার জন্য কোহলীদের ব্যক্তিগত বিমান দেওয়া হলেও তা পাচ্ছেন না হরমনপ্রীতরা। মহিলা দলের টি২০ অধিনায়ক হরমনপ্রীত টুইট করে লেখেন, ‘পুরুষ এবং মহিলা, দুই দলের মুম্বই যাওয়ার জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করেছে বিসিসিআই। তবে দূরত্ব এবং ক্রিকেটারদের সুবিধা অনুযায়ী সুযোগ থাকছে নিজেদের মতো ব্যবস্থা করে নেওয়ার’।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| ভারত
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে