নোয়াখালীতে লকডাউন অমান্য করায় ১০ মামলা, ৩ গাড়ি জব্দ
লকডাউন অমান্য করে সড়কে গাড়ি চলাচল করায় ১০টি মামলা ও ৩টি গাড়ি জব্দ করেছে বেগমগঞ্জ ট্রাফিক বিভাগ। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব মামলা ও গাড়ি জব্দ করা হয়।
বেগমগঞ্জ ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর কামরুল হাসান বলেন, লকডাউন অমান্য করে যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন জব্দ করে ট্রাফিক পুলিশ। এর মধ্যে রয়েছে একটি বাস, একটি সিএনজি ও একটি মাইক্রোবাস।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে