![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252Fac46841c-4b4a-441f-989a-4dd0559c92e7%252FWhatsApp_Image_2021_05_18_at_1_05_27_PM.jpeg%3Frect%3D0%252C90%252C1280%252C610%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D1300%26dpr%3D1.0)
সাংবাদিক রোজিনাকে নেওয়া হচ্ছে কারাগারে
রিমান্ড নাকচের পর সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বেলা ১১টার একটু পরে রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাঁর রিমান্ড নাকচ করেন। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আগামী বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি হতে পারে।