কেন তরমুজকে প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৮ মে ২০২১, ১৩:০৮
গরমে আরামদায়ক একটি ফলের নাম তরমুজ। গ্রীষ্মকালীন এই ফলটির চাহিদা বিশ্ব জুড়ে। মন কাড়া রঙ আর রসালো মিষ্টি স্বাদের জন্য ছোট বড় সবাই তরমুজ খেতে ভালোবাসেন। এছাড়া তরমুজের অনেক পুষ্টিগুণও রয়েছে।
প্রতি ১০০ গ্রাম পাকা তরমুজে আছে ৯২ থেকে ৯৫ গ্রাম পানি, আঁশ ০.২ গ্রাম, আমিষ ০.৫ গ্রাম, চর্বি ০.২ গ্রাম, ক্যালোরি ১৫ থেকে ১৬ মি.গ্রাম। এছাড়াও তরমুজে ক্যালসিয়াম রয়েছে ১০ মি.গ্রাম, আয়রন ৭.৯ মি.গ্রাম, কার্বহাইড্রেট ৩.৫ গ্রাম, খনিজ পদার্থ ০.২ গ্রাম, ফসফরাস ১২ মিলিগ্রাম, নিয়াসিন ০.২ মিলিগ্রাম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি ও ভিটামিন বি২।
- ট্যাগ:
- লাইফ
- তরমুজ
- প্রাকৃতিক উপাদান
- ভায়াগ্রা