কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাংবাদিক রোজিনার মুক্তি চাই না

বার্তা২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ১৮ মে ২০২১, ০৮:০৫

গত কয়েকবছরে বাংলাদেশের গণমাধ্যমে মনে রাখার মতো যেকটি রিপোর্ট হয়েছে, তার বেশিরভাগই রোজিনা ইসলামের করা। বাংলাদেশের একজন রিপোর্টারের পক্ষে যেকটি পুরস্কার জেতা সম্ভব, রোজিনা তার সবগুলো জিতেছেন, বারবার জিতেছেন। এ সবই তার অর্জন, কঠিন পরিশ্রমের ফল। দেখা হলেই বলতাম, ট্রফি তো তারা দেয়, রাখার শো কেস তো নিশ্চয়ই দেয় না। লাগলে বইলেন, বানিয়ে দেবো। এত ট্রফি রাখবেন কই?


রোজিনা খালি হাসতো, বলতো, দোয়া কইরেন। আমি বলতাম, ট্রফিগুলো সাজিয়ে রেখে চেকগুলো দিয়ে দিয়েন। আমি প্রথমআলো ছাড়ার পর রোজিনা যোগ দিয়েছে। তাই তার সাথে কাজ করার সৌভাগ্য হয়নি। কিন্তু তার সাহস দেখে আমিই ভয় পেয়ে যেতাম। মন্ত্রী, এমপি, আমলা, মাস্তান, প্রভাবশালী- কাউকেই ছাড়তেন না। তার একেক রিপোর্টে কত জনের আরাম হারাম হয়ে গেছে, কত জনের জমানো স্বর্ণ তামা হয়ে গেছে তার ইয়ত্তা নেই। আমি বলতাম, বইন, এত সাহস পান কই?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও