বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনের সম্ভাব্যতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র: মিলার

ডেইলি স্টার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত: ১৭ মে ২০২১, ১৯:৪৩

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, ‘বাংলাদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ভ্যাকসিন উৎপাদনের সম্ভাব্যতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র সরকার।’


সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের আমন্ত্রণে মন্ত্রণালয়ে দেখা করতে যান মিলার। সেখানে তিনি এসব কথা বলেন।


কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাসহ বাংলাদেশের জরুরি প্রয়োজনে ভ্যাকসিন সরবরাহের বিষয়েও তারা আলোচনা করেন।


বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে উল্লেখ করে মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভ্যাকসিন সরবরাহের সুপারিশ করা হয়েছে।’


পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিলার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ভ্যাকসিন উৎপাদনের সম্ভাব্যতা খতিয়ে দেখছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও